শেরপুরে বিশ্ব-জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভায় সুশাসন ও উন্নয়নে ডেটার গুরুত্বের ওপর জোর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
“ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ফর এভরিওয়ান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জয়শ্রী পালের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ঝিনাইগাতী ভূমি অফিস পরিদর্শনে থাকায় তার প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সঠিক তথ্য ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন, নীতি প্রণয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত এখন সময়ের দাবি। তাই তথ্য সংগ্রহ থেকে প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আউয়াল চৌধুরী, পুলিশ সুপারের প্রতিনিধি এসআই শ্যামল চন্দ্র ধর, শেরপুর সরকারি কলেজের প্রভাষক সবুজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুরাইয়া সুলতানা, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর নুর-ই হাবীবা শিপু এবং শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপপরিচালক জয়শ্রী পাল বলেন,
“জাতীয় উন্নয়ন পরিকল্পনায় নির্ভরযোগ্য পরিসংখ্যান আজ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ইতোমধ্যেই সব ধরনের শুমারি ও জরিপে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতি চালু করেছে, যা তথ্যের মানোন্নয়ন এবং দ্রুত প্রতিবেদন প্রকাশ নিশ্চিত করছে।”
তিনি আরও জানান, বিবিএস দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়্যারহাউস (ISDW), বিগ ডেটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, জিআইএস ল্যাব ও ডেটা সেন্টারসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সাল থেকে প্রতি ৫ বছর অন্তর বিশ্বব্যাপী বিশ্ব পরিসংখ্যান দিবস পালন হয়ে আসছে। বাংলাদেশ সরকার জাতীয় ও বিশ্ব পরিসংখ্যান দিবস একীভূত করে ২০ অক্টোবর দিবসটি উদযাপন করে।
দিবসটি উপলক্ষে সকালে আয়োজিত র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে
সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)