শেরপুরে প্রশংসার জোয়ারে তারেক রহমান — গ্রাম থেকে শহরজুড়ে আলোচনা তার সাক্ষাৎকার নিয়ে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বিবিসিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার ঘিরে এখন সরগরম শেরপুরের রাজনীতি। জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ (নির্বাচনী এলাকা ১৪৫) জুড়ে জনমনে চলছে এক প্রশংসার ঢেউ।
দুই পর্বে প্রচারিত বিবিসি সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে স্থানীয় জনসাধারণের সামনে প্রদর্শন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাজনৈতিক অঙ্গন থেকে গ্রামীণ জনপদ—সব জায়গায়ই এখন আলোচনায় তারেক রহমান ও জিয়া পরিবার।
নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ—সবাই তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, সহনশীল মনোভাব এবং আগামীর বাংলাদেশ গড়ার চিন্তাধারার প্রশংসা করছেন। জেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চায়ের দোকান, হাট-বাজারে আলোচনার মূল কেন্দ্রবিন্দু এখন “তারেক রহমান কী বলেছেন” এই বিষয়টি।
তারেক রহমান তাঁর সাক্ষাৎকারে অতীতের নির্যাতন, মিথ্যা মামলা ও কারাবরণের স্মৃতি উত্থাপন করে বলেন, প্রতিহিংসা নয়, বরং দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ ও জাতির মর্যাদাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন শান্তি, সহনশীলতা ও উন্নয়নের মাধ্যমে “নতুন বাংলাদেশ” গড়ে তুলতে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাঁর এই ইতিবাচক বক্তব্য শুধু বিএনপির ভেতরেই নয়, বরং দেশের অন্যান্য রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যেও নতুন আশার সঞ্চার ঘটিয়েছে।
ঝিনাইগাতীর শতবর্ষী চিকিৎসক ডা. আব্দুল বারী বলেন, “তারেক রহমানের বর্তমান রাজনৈতিক চিন্তা-চেতনা দেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর বক্তব্যে আমরা দেশপ্রেম ও মানবিক নেতৃত্বের মেলবন্ধন দেখেছি, যা সাধারণ মানুষের আস্থাকে আরও দৃঢ় করেছে।”
এদিকে স্থানীয় ব্যবসায়ী সমাজের অভিমত—দেশের দুঃসময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেমন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছিলেন, তেমনি বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে তারেক রহমানের সাক্ষাৎকারে।
সাধারণ মানুষ বলছেন, বহু প্রতীক্ষিত সেই নেতৃত্বের আভাস তাঁরা পেয়েছেন এই সাক্ষাৎকারে। তাঁর পরিণত দৃষ্টিভঙ্গি ও উদার নেতৃত্বের বার্তা বাংলাদেশের রাজনীতিতে এনেছে এক নতুন প্রান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)