শেরপুরে রোবোটিক্স ওয়ার্কশপে শিক্ষার্থীদের প্রযুক্তি চেতনা বিকাশে উচ্ছ্বাস

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে রোবোটিক্স ওয়ার্কশপ। জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে এ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহরের ডাঃ সেকান্দর আলী কলেজের হলরুমে।ওয়ার্কশপে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাওলানা মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় ডাঃ সেকান্দর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল এবং ডাঃ সেকান্দর আলী কলেজের শিক্ষক প্রতিনিধি শফিউল আলম চাঁন।ঢাকার রোবডেমি একাডেমির কারিগরি সহায়তায় আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধি ফজলে এলাহী তন্ময়, নোমান ও রঞ্জিত। কর্মশালায় শহরের ডাঃ সেকান্দর আলী কলেজ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কালেক্টরেট স্কুল ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
ওয়ার্কশপে রোবটের ধারণা, নির্মাণবিজ্ঞান ও কর্মপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীরা রোবট শব্দের উৎপত্তি, রোবোটিক্সের কাঠামো ও প্রয়োগ, রোবট কীভাবে কাজ করে – এসব বিষয়ে প্রাথমিক ধারণা অর্জন করে। রোবটের গুরুত্বপূর্ণ অংশ যেমন সেন্সর, মোটর, মাইক্রোকন্ট্রোলার, পাওয়ার সাপ্লাই ও সফটওয়্যারের কার্যকারিতা নিয়েও বিশেষ আলোচনা হয়।এ ছাড়া অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের রোবট যেমন হিউম্যানয়েড রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট, সার্ভিস রোবট ও এডুকেশনাল রোবট সম্পর্কে ধারণা লাভ করে। পাশাপাশি ব্লক কোডিং ও টেক্সট কোডিংয়ের মাধ্যমে রোবট নিয়ন্ত্রণের কৌশল, সেন্সর ইনপুট–কোড প্রসেস–মোটর আউটপুট প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে শেখানো হয়।ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন উদ্যোগ তাদের প্রযুক্তিনির্ভর সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। আয়োজকেরা জানান, ভবিষ্যতে জেলার অন্যান্য বিদ্যালয় ও কলেজেও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তি শিক্ষার প্রসারে আরও কর্মশালা আয়োজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)