নকলায় কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর অমানবিক শারীরিক হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাকলী আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী গণগ্রন্থাগারিক মোখলেছুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর নৃশংস হামলা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তার ওপর এমন হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে তারা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)