জামালপুরে গ্রাম আদালত বিষয়ে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ আতাউর রহমান সানি \ 
জামালপুর সদর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সংক্রান্ত ডিএমআইই প্রশিক্ষণ সফলভাবে গত ৯ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী হিসেবে ১৫টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরা ও প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব-সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার জামালপুর শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তা শাহানাজ আক্তার এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান মিলি। জামালপুর সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী প্রশিক্ষণে জামালপুরে সদরের গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকরি করার লক্ষ্যে উপজেলার বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করা হয়।
প্রশিক্ষণের জনপ্রধান বিষয়বস্তুতে ছিল গ্রাম আদালত সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা, রেজিস্ট্রার-নথি সংরক্ষণ ও পরিচালনা এবং গ্রাম আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি। অংশগ্রহণকারীরা রেকর্ড-রক্ষণ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কিত দক্ষতা অর্জন করেন যা গ্রাম আদালতের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রভাবশালী করবে।
প্রশিক্ষকগণ বলেন, গ্রাম আদালত দক্ষভাবে পরিচালিত হলে তা গ্রাম্য স্তরের অসহায় ও দরিদ্র মানুষের অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনিক কর্মীদের সক্ষমতা বাড়ানোর ফলে গ্রাম আদালতের সেবাগুলো দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মধ্যে আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে—এটাই লক্ষ্য।
উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় স্তরের আইনি সেবা ঘনত্ব বৃদ্ধির ইচ্ছে প্রকাশ করেছে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে শেখা কার্যপ্রণালীগুলো বাস্তবে রূপায়ণ করে গ্রাম আদালতের কার্যকারিতা ও সেবার গুণগত মান উন্নত করার অঙ্গীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)