শেরপুরে পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিধান করালেন জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
৫ নভেম্বর সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন পরিবেশে এ র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এসআই (নিরস্ত্র) পদ থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মিনহাজ উদ্দিন এবং মোঃ আবু সাঈদ-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
র্যাংক ব্যাজ পরিধানের মুহূর্তে দুই কর্মকর্তার চোখে ছিল পরম আনন্দ ও দায়িত্ববোধের দীপ্তি। পুলিশ সুপার তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নবনির্মিত পুলিশ পরিদর্শকদের অভিনন্দন জানিয়ে বলেন— “পদোন্নতি শুধু গৌরবের নয়, এটি আরও বৃহৎ দায়িত্বের প্রতীক। মানুষের সেবা ও নিরাপত্তায় আপনারা যেন সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখেন।”
নবপদোন্নত কর্মকর্তারা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেম আরও শক্তিশালী করবে।
শেরপুর জেলা পুলিশের এই পদোন্নতি অনুষ্ঠানটি এক হৃদয়গ্রাহী মুহূর্ত হয়ে রইল—যেখানে আনন্দ, দায়িত্ব ও গর্ব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন