শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
Uploading: 371712 of 994256 bytes uploaded.
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে মাদক, চোরাচালান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়।
রোববার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-তে অনুষ্ঠিত নভেম্বর মাসের এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, শহরের যানজট নিরসন, বাজার মনিটরিং ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে নকলায় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ে জড়িতদের আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) আরিফা সিদ্দিকা, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মো. তারেক, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।
সভায় জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “জেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবার ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। মাদক, চোরাচালান ও সামাজিক অপরাধ দমনই আমাদের প্রধান লক্ষ্য।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)