জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দুয়া কালিবাড়ী যুব সমাজের উদ্যোগে আজ ১০ নভেম্বর সোমবার সকাল ১১টা থেকে আছর পূর্ব পর্যন্ত ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেন জেলার বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও ইসলামপ্রেমী মানুষ।
সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার আমির শায়খুল হাদিস আল্লামা আবুল কাশেম (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন।
সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন — হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল-হাবীব (দা.বা.), হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হযরত মাওলানা মনির হোসেন কাসেমী (দা.বা.), হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী (দা.বা.) এবং জোকারপাড়ার জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মাহবুবুর রহমান সাকী (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিউর রহমান শফি। ওলামায়ে কেরামগণ ইসলামের মহান শিক্ষা, নৈতিকতা, ঈমান ও আমলের গুরুত্ব এবং সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান। মহিলাদের জন্য পর্দার সঙ্গে ওয়াজ শোনার আলাদা ব্যবস্থা রাখা হয়। মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম (ফারুক) ও মাওলানা আবু সাঈদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেন্দুয়া যুব সমাজ। দ্বীনি মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন