“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে ধারণ করে শেরপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকাল তিনটায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর পক্ষে সদর থানার অফিসার ইনচার্জ জুবাইদুল আলম, এছাড়া উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার, শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইকরাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু এবং মোঃ জিন্নত আলী।
উপস্থিত ছিলেন শেরপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুল হামিদ, সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রেজভী।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা এবং শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট জয়লাভ করে।
মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামীকাল সকাল ১১টা থেকে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দল বিভাগীয় পর্যায়ে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, শেরপুর—এই আয়োজনের যৌথ উদ্যোগে স্টেডিয়াম প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন