২১ নভেম্বর শেরপুর সদর-১ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে কামারেরচর বাজারে একটি সফল জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মাসুদের পক্ষে এই কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম শিপন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক জেলা সদস্য ফসিউল ইসলাম সুজন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল, সাবেক শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি মোঃ আজাহার আলী, জেলা যুবদলের সহসভাপতি মীর কাশেম, জেলা শ্রমিকদলের সহসভাপতি ফয়সাল খান তোতা । জনগণের কাছে শফিকুল ইসলাম মাসুদের বার্তা পৌঁছে দিতে তার সমর্থকরা একত্রিত হয়ে স্লোগান ও লিফলেট বিতরণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে কামারেরচর বাজারে বিপুল সংখ্যক মোটরসাইকেল বাইক আরোহী অংশগ্রহণ করেন, যা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। মাসুদের পক্ষে বক্তারা জানান, "তিনি জনগণের আস্থার প্রতীক, তার নেতৃত্বে শেরপুরের জনগণ এক নতুন পরিবর্তনের পথে এগিয়ে যাবে।"
এ দিন মাসুদের পক্ষে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির নেতারা, যারা তার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন এবং শেরপুর সদর ১ আসনে তার প্রার্থিতার জন্য আরও সমর্থন কামনা করেন।
মাসুদ সরাসরি উপস্থিত না থাকলেও, তার পক্ষে এই কর্মসূচি আয়োজনের মাধ্যমে শেরপুরের জনগণের কাছে তার বার্তা পৌঁছানোর চেষ্টা আরও জোরালো হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন