শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামের সাধারণ কৃষক পরিবারের সন্তান মো. আল আমিন ৪৫তম বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই অর্জনে পরিবার, গ্রাম এবং পুরো ইউনিয়নে আনন্দের ঢেউ বইছে।
আল আমিন বর্তমানে নেত্রকোনা জেলার মদন উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের মদন শাখায় দ্বিতীয় কর্মকর্তা হিসেবে কর্মরত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবেও তিনি কিছুদিন কাজ করেছেন। কৃষক আব্দুল কুদ্দুস ও আয়েশা বেগমের চার সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান আল আমিন ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি আন্ধারুপাড়া গ্রামের ব্র্যাক স্কুল থেকে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় এবং শেরপুর সদরের আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে জিপিএ–৫ পেয়ে এসএসসি পাস করেন। শেরপুর সরকারি কলেজ থেকে একইভাবে জিপিএ–৫ পেয়ে এইচএসসি সম্পন্ন করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছেলে আল আমিনের সাফল্যে আবেগাপ্লুত কৃষক আব্দুল কুদ্দুস বলেন, “উচ্চশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা অনেক কষ্ট করেছি। আজ আমার ছেলে এলাকার মুখ উজ্জ্বল করেছে। সে যেন দেশের কৃষক সমাজের সেবা করতে পারে—সবার কাছে এই দোয়া চাই।”
স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত আল আমিন বলেন, “একজন সৎ ও আদর্শবান কর্মকর্তা হওয়াই ছিল জীবনের লক্ষ্য। বিসিএস আমাকে সেই সুযোগ এনে দিয়েছে। ক্যাডারদের সম্মান, কাজের সুযোগ আর মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখার বিষয়গুলো আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আমার এলাকায় ক্যাডার না থাকায় শিক্ষার্থীদের নানান সমস্যা দেখেছি। ভেবেছি—আমি হলে হয়তো তাদের উপকারে আসতে পারবো।”
তিনি আরও জানান, “স্বাধীনতার ৫৪ বছরে ৪৫টি বিসিএসের মধ্যে আমি সম্ভবত আমার গ্রাম ও ইউনিয়নের প্রথম ক্যাডার কর্মকর্তা। এই অর্জন আমার পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষের। ভবিষ্যতের দায়িত্বগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সবার দোয়া চাই।”
পরিশ্রম, দৃঢ় মনোবল ও স্বপ্নপূরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকপুত্র আল আমিন—যা অনুপ্রেরণা হয়ে থাকবে এলাকার তরুণদের জন্য।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন