শেরপুর-১ আসনে শফিকুল ইসলাম মাসুদের দেড়শ মোটরসাইকেলের বিশাল শোডাউন—গণসংযোগে জনস্রোত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর সদর (শেরপুর-১) আসনের এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো দৃষ্টিনন্দন ও ব্যাপক মোটরসাইকেল শোডাউন। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ শোডাউনে প্রায় দেড়শ মোটরসাইকেলের বিশাল বহর অংশ নেয়। দিনব্যাপী গণসংযোগে নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া যায়।
শোডাউনটি শেরপুর শহরের থানার মোড়স্থ মাসুদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চরপক্ষীমারী, ঘুঘরাকান্দি, চাক্কার মোড়, রৌহা বাজার, রৌহা বেলতলী, পাহাড়তলী, কামারিয়া ও সূর্যদ্দি বাজারসহ একাধিক এলাকায় গণসংযোগ পরিচালনা করা হয়। প্রতিটি এলাকাতেই তাকে ঘিরে সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা দেখা যায়। স্থানীয়রা তাকে আলিঙ্গন করে স্বাগত জানান, নারীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে তার মোটরসাইকেল থামিয়ে সমর্থন জানান।
পরবর্তী পর্যায়ে মোটরসাইকেল বহরটি তারাকান্দি বাজার হয়ে কানাশাখোলা হয়ে শেরপুর শহরে প্রবেশ করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত এ শোডাউন এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
স্থানীয়দের মতে, মাসুদের নেতৃত্বগুণ, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ও মাঠপর্যায়ে তার সক্রিয়তা তাকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে। গণসংযোগে অংশ নেওয়া অনেকেই জানান, তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
দীর্ঘ ৮ ঘণ্টার শোডাউনে শফিকুল ইসলাম মাসুদের প্রতি মানুষের এমন স্বতঃস্ফূর্ত সমর্থন আসন্ন নির্বাচনে তার অবস্থান আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)