আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণার বিরুদ্ধে শেরপুরে শহর ও থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে শেরপুরে শহর শ্রমিক দল ও সদর থানা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ৭ টা ৩০ মিনিটে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে পতিত আওয়ামী লীগের অপচেষ্টা ও জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে তীব্র স্লোগান দেওয়া হয়।
মিছিলের নেতৃত্ব দেন শহর শ্রমিকদলের সভাপতি মাসুদুর রহমান নয়ন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী, এবং সঞ্চালনা করেন জামিল।
সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম বাদশা, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনসহ শহর, থানা ও ওয়ার্ড শ্রমিক দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ এখন জনগণের ভয়ে লুকিয়ে রয়েছে। তারা ১৩ নভেম্বর কথিত ‘লকডাউন কর্মসূচি’ দিয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তবে শ্রমিকদল এই অপচেষ্টার বিষয়ে সতর্ক রয়েছে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন রাজনীতি ও দমননীতি আজ জনগণের ঘৃণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শ্রমিক দলসহ সব গণতান্ত্রিক শক্তি জনগণকে সঙ্গে নিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন বলেন যে নেত্রী যে দলের মা শেখ হাসিনা তাদের সন্তানদের ফেলে চলে গিয়েছে তার জন্য মায়া কান্না না করে শান্তিতে থাকার চেষ্টা করুন শুধু শুধু বের হয়ে জনগণের ও শ্রমিক দলের রোষানলে পড়ে হাড় মাংস ভাঙ্গার হাত হতে বাঁচতে ও পুলিশের হাতে গ্রেফতার হয়ে সারা জীবন জেলে কাটার পথ ছাড়ুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)