‘তারণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) শেরপুর শহরের ঐতিহ্যবাহী জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়ে এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিন্নত আলী, মোঃ ফরিদ আহমেদ লুলু, মোঃ রফিক মজিদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মণি এবং জেলার সাবেক খেলোয়াড় মোঃ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন বালক ও ১৪ জন বালিকা অংশগ্রহণ করেন।
বালক বিভাগের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরপুর ভিক্টোরিয়া একাডেমির সপ্নীল বনিক এবং রানার্স-আপ হয় জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের ফারদিন রাইয়ান অনন্য।
অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যোবায়দা এবং রানার্স-আপ হয় মডেল গার্লস ইনস্টিটিউটের সানজিদা আক্তার।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি বিতরণ করা হয়।
পরে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন