বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার (২৬) নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন।উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান,উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি ও খামারি শাহিন খান প্রমুখ।দিনব্যাপী প্রদর্শনীতে ২৫টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা ও খামারিরা গবাদিপশু, হাঁস-মুরগি, পাখি ও নানা প্রজাতির প্রাণী প্রদর্শন করেন। অতিথিসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ স্টলগুলো ঘুরে দেখেন।প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)