শেরপুরে অবৈধভাবে মজুতকৃত টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

মোঃ সাইদুর রহমান সাদী
0
শেরপুর প্রতিনিধি, সুলতান আহমেদ ময়না।।
শেরপুরে অবৈধভাবে মজুত করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চালের বিপুল মজুদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার শেখহাটি বাজারে অভিযান চালিয়ে ২৪৮ বস্তা—প্রায় সাড়ে ৭ টন—চাল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে টিসিবির অনুমোদিত ডিলার নজরুল ইসলাম (৩৫) কে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া এলাকার মৃত একাব্বর হাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে শেখহাটি বাজারে টিসিবির পণ্য বিক্রি করে আসছিলেন। তবে তিনি সরকার নির্ধারিত ভোক্তাদের চাল না দিয়ে সেগুলো গোপনে ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে মজুত করছিলেন—রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর এমন গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। অভিযানের সময় গুদামে বিপুল পরিমাণ সরকারি চাল মজুতের প্রমাণ পাওয়া গেলে সবগুলো বস্তা জব্দ করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, টিসিবি চাল অবৈধভাবে মজুতের অভিযোগে ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)