শ্রীবরদী উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
১৭ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে শেরপুর জেলা তথ্য অফিস আয়োজনে শ্রীবরদী উপজেলার তাতীহাটী ইউনিয়নের পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শ্রীবরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।
নারী সমাবেশে বক্তারা তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নির্মূল, মাদক প্রতিরোধ ও গুজব মোকাবেলাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)