ইসলামপুর পৌর শহরের পাটনীপাড়া ব্রীজসংলগ্ন বাইপাস রোডে ময়লার ভাগার অপসারণঃ স্বস্তি ফিরেছে এলাকাবাসীর জীবনে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শফিকুর রহমান শিবলীঃ
জামালপুর জেলার ইসলামপুর পৌর শহরের বাইপাস রোডের পাটনীপাড়া ব্রীজ সংলগ্ন পাথরঘাটী এলাকায় দীর্ঘদিন ধরে মেইন রোডের পাশে (জামালপুর-দেওয়ানগঞ্জ রোড) পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছিল। প্রতিদিন পৌরসভার ট্রাকভর্তি বর্জ্য এসে রাস্তার পাশে ফেলা হচ্ছিল। প্রতিদিন ট্রাকভর্তি বর্জ্য এনে রাস্তার পাশে ফেলায় পথচারী,যানবাহন চালকসহ ও স্থানীয় বাসিন্দারা নিত্যদিন ভোগান্তির শিকার হতেন। বিশেষ করে সকালে স্কুলগামী শিক্ষার্থী এবং চাকরিজীবীদের জন্য এ রাস্তা দিয়ে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। রেল সড়কের পাশে হওয়ায় ট্রেনের যাত্রীরাও দূর্গন্ধ সহ্য করে ট্রেনে ভ্রমন করতেন। আশেপাশের বাসিন্দারা ময়লার দূর্গন্ধে দরজা বন্ধ করে রাখতে বাধ্য হতেন।
এলাকাবাসীর অভিযোগ ছিল পথের পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে সৃষ্টি হওয়া দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব এবং নোংরা পানি নেমে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছিল। একই সঙ্গে বড় বড় বর্জ্যের কারণে রাস্তার একাংশ দখল হয়ে যাওয়ায় যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। কুকুর এবং শিয়াল ময়লার ভাগারে বিচরন করায় যানবাহনের সাথে অনেক সময় দূর্ঘটনা ঘটত।
এ পরিস্থিতি নজরে আসার পর ইসলামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান দ্রুত উদ্যোগ নেন। তার তত্ত্বাবধানে পাটনিপাড়া ব্রিজ সংলগ্ন পাথরঘাটি এলাকার ময়লার ভাগারটি কয়েক ধাপে অপসারণ করা হয়। এরপর পুরো জায়গাটি দ্রুত পরিচ্ছন্ন করে নতুন করে ভরাট ও সমতল করা হয়। বর্তমানে সেখানেএকটি দৃষ্টি নন্দন খোলা প্রান্তর তৈরি হয়েছে, যা আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেছে।
এলাকার বাসিন্দারা ও ভুক্তভোগীরা জানান,আমরা দিনের পর দিন দুর্গন্ধে থাকতে পারতাম না। রাস্তায় চলাচল করতে কষ্ট হতো। এখন মনে হচ্ছে যেন নতুন পরিবেশ ফিরে পেলাম। এই প্রশংসনীয় কাজের জন্য ইউএনও মোঃ তৌহিদুর রহমানকে এলাকাবাসীরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও জানিয়েছেন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় এখন বাইপাস রোড দিয়ে চলাচল আগের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। শুধু তাই নয়, নোংরার কারণে যেসব দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হতো তা-ও কমে গেছে।
পরিবেশ ও জনস্বার্থে নেওয়া এ উদ্যোগের জন্য ইউএনও মোঃ তৌহিদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসিত হয়েছেন। তার এই দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়ন স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা কে আরো একধাপ এগিয়ে নিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।
পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)