শেরপুরে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি। 
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুর সদর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে র‍্যালিটি শেষ হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ হযরত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর সদর আসনের বিএনপি'র প্রাথমিক মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, শেরপুর শহর বিএনপির আহবায়ক ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব নেয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনসহ সদর ও শহর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি জাতীয় ঐক্য ও বিপ্লবের প্রতীক, যা স্বাধীনতার চেতনাকে পুনর্জাগরিত করেছিল। বক্তারা আগত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্য সুসংহত করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)