শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির নেতা ইঞ্জিনিয়ার মো. লিখনের এক কন্যা ও এক শিশু পুত্রের মধ্যে আড়াই বছরের নিষ্পাপ কন্যা সড়কের বেপরোয়া গতির শিকার হয়ে প্রাণ হারিয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শেরপুর-শ্রীবরদী রোডে জেলখানার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা মিফতাহুল জান্নত স্থানীয় মহিলা মাদ্রাসার পাশে ময়লা ফেলতে গেলে পাশে থাকা শিশু রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় দ্রুতগতির একটি সাদা হায়েস মাইক্রোবাস শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় শেরপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ঘাতক মাইক্রোবাস ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শেরপুর সদর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
পরিবার ও স্থানীয়রা এক নিষ্পাপ শিশুর এই নির্মম মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রাত ৮ টায় দমদমা কালীগঞ্জে প্রকৌশলী লিখনের শ্বশুর বাড়ি এলাকায় প্রথম এবং রাত ১০ টায় আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজা শেষে নিহত শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)