শেরপুরে কৃষকের মটর ও কচু ক্ষেত ধ্বংস — পরিকল্পিত চুরিতে সর্বস্ব হারানোর অভিযোগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর সদর উপজেলার হরিণধরা গ্রামে এক কৃষকের সেচ মটর ও বৈদ্যুতিক তার চুরি করে কচু ক্ষেত ধ্বংস করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ ছামিদুল ইসলাম মন্ডল শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বাদী মোঃ ছামিদুল ইসলাম মন্ডল (৪৮), পিতা-মৃত জামাল উদ্দিন, হরিণধরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজের ৭০ শতাংশ জমিতে কচু চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। জমিতে সেচ দেওয়ার জন্য তিনি নিজের বসতবাড়ি থেকে প্রায় ১,৭০০ ফুট দূরে একটি ৫ ঘোড়ার মটর স্থাপন করেন।
ঘটনার রাতে খাওয়া-দাওয়া পর শেষে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন ছামিদুল। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে স্থানীয় সাক্ষী নজরুল ইসলাম ও মগরব আলী মটরঘরের দিকে গেলে দেখতে পান, আসামিরা মটর ঘরের দরজার তালা ভেঙে মটর ও বৈদ্যুতিক তার খুলে নিয়ে যাচ্ছে। তারা চিৎকার করলে ছামিদুলসহ স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।
টর্চলাইটের আলোতে বাদীসহ সাক্ষীগণ আসামিদের চিনতে পারেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে বাড়ি ফেরার পথে তারা দেখতে পান, আসামিরা বাদীর কচুক্ষেতে প্রবেশ করে প্রায় ৫০ শতাংশ জমির কচু গাছ কেটে ফেলেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ফসলহানি হয়েছে বলে দাবি করেন তিনি।
বাদীর অভিযোগ অনুযায়ী, আসামিরা দীর্ঘদিন ধরে তার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে লিপ্ত এবং পূর্বপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। চুরিকৃত মটর ও বৈদ্যুতিক তারের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
ছামিদুল ইসলাম থানায় অভিযোগে উল্লেখ করেন, “ওরা শুধু আমার মটর চুরি করেনি, আমার রক্তঘামে ফলানো ফসলটাও নষ্ট করে দিয়েছে। সবকিছু পরিকল্পনা করেই করেছে।”
তিনি আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি হাতে পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের কৃষকবিরোধী নাশকতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)