![]() |
| \ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
এই সম্পাদকীয় কোনো রাজনৈতিক পক্ষপাত থেকে লেখা নয়। আমাদের বিশ্বাস যে দলই ক্ষমতায় আসুক, যিনি-ই নির্বাচিত হোন না কেন, তিনি যেন দেশের ও জেলার মানুষের প্রকৃত উন্নয়নে কাজ করেন। জামালপুর একটি সম্ভাবনাময় জেলা; কিন্তু এখনো শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক পিছিয়ে। তাই মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের উচিত হবে এই বাস্তবতা উপলব্ধি করে নিজেদের পরিকল্পনায় জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের সময় শুধু স্লোগান বা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া নয় প্রয়োজন বাস্তবায়নের রূপরেখা। মানুষ এখন উন্নয়নের ভাষা বোঝে, প্রতিশ্রুতির ভরা বাক্স নয়, ফলাফল চায়।
রাজনীতি কোনো সংঘাতের ক্ষেত্র নয়; এটি হওয়া উচিত সেবা ও সমন্বয়ের পথ। নির্বাচনের প্রচারে সৌজন্য বজায় রাখা, বিরোধী প্রার্থীদের সম্মান করা, গণতন্ত্রের সৌন্দর্য অক্ষুণ্ন রাখা এসব আচরণই একজন প্রার্থীর রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দেয়। জামালপুরবাসী চায় উন্নয়ন, স্থিতিশীলতা ও সৎ নেতৃত্ব; তাই প্রার্থীরা যদি জনগণের আস্থা অর্জন করতে চান, তবে তাঁদের নিজেদের এলাকায় জনগণের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখতে হবে।
জনগণ ভোট দেয় বিশ্বাসের ভিত্তিতে। সেই বিশ্বাস ভাঙলে শুধু একটি প্রার্থীর নয়, গোটা রাজনৈতিক প্রক্রিয়ার ওপরই আঘাত আসে। তাই নির্বাচিত হোক বিএনপি বা অন্য কোনো দল দায়িত্ব নিতে হবে দেশের প্রতি, মানুষের প্রতি। সংসদে প্রতিনিধিত্ব মানে শুধু বক্তব্য দেওয়া নয়; তা মানে মানুষের বাস্তব সমস্যাকে নীতিতে রূপ দেওয়া।
আমাদের আশা একটাই জামালপুরের এই পাঁচটি আসনের মনোনীত প্রার্থীরা প্রতিযোগিতা করুন নীতি, পরিকল্পনা ও জনগণের আস্থার ভিত্তিতে। দলীয় জয় নয়, দেশের জয় হোক সবার লক্ষ্য। জামালপুরের রাজনীতি হোক সভ্য, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী এই কামনাই আমাদের।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।

.jpg)
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন