শেরপুরের ঝিনাইগাতীতে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না জেলা প্রতিনিধি 
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী রাংটিয়া–গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা এলাকা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল দশটার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশের ধারণা, তিন দিন আগে নারীটিকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে নির্জন পাহাড়ি এলাকায় ফেলে রাখা হয়। নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন। তিনি বলেন, “ঘটনার রহস্য উদঘাটন ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মরদেহের পাশে একটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও প্রাথমিক তদন্তে সহায়তার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)