শেরপুরে ‘সাইবার সিকিউরিটি এন্ড এআই অ্যাওয়ারনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার সকালে শহরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয় এর হলরুম সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে মেন্টর ছিলেন প্রকৌশলী জয়নাল আবেদীন ও আব্দুস সাত্তার এবং কো-অর্ডিনেটর ছিলেন ফ্রিল্যান্সার মোঃ মিনহাজ উদ্দিন।
সেমিনারে সাইবার সিকিউরিটি বিষয়ক এবং এআই এর ব্যবহার করে অপপ্রচার চালানোর বিষয়ে সতর্কীকরণ বক্তব্য উপস্থাপন করা হয়।
সেমিনারে বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন