শেরপুরে জাল নোট চক্রের সদস্য আটক, হাতে মিললো ২১টি এক হাজার টাকার নকল নোট

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, জেলা প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মেহেদী নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে ২১টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উদ্ধারকৃত নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যা খালি চোখে আসল নোট থেকে আলাদা করা কঠিন। তিনি আরও বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে একটি বড় জাল নোট চক্রের সঙ্গে যুক্ত। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
পুলিশের এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই জাল নোট চক্র সক্রিয় রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)