শেরপুরে খান বাহাদুর ফজলুল হক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি :
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শনিবার (০৮ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “খান বাহাদুর ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ। খেলা ঘিরে দুপুর থেকেই স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমগ্র স্টেডিয়াম প্রাঙ্গণ।
ফাইনালে মুখোমুখি হয় শেরপুর জেলা দল ও বগুড়া জেলা দল। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেরপুর জেলা দল ১-০ গোলে বগুড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উৎসাহ ও করতালিতে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম। দর্শকদের দাবি, প্রায় অর্ধলক্ষাধিক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন এই ম্যাচ উপভোগ করতে—যা শেরপুরের ক্রীড়া ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
অবিভক্ত বাংলার প্রখ্যাত স্পিকার খান বাহাদুর ফজলুল হক-এর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তার কন্যা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, পুলিশ সুপার আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, এবং রাজনৈতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, জামায়াত সমর্থিত প্রার্থী হাফেজ মো. রাসেদুল ইসলাম, ও জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ প্রমুখ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজক রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “শেরপুরবাসীর ভালোবাসা ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে আরও বৃহত্তর পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।”
তিনি স্পন্সর প্রতিষ্ঠান উত্তরা স্পেশালাইজড হাসপাতাল প্রাইভেট লিমিটেড এবং আয়োজনে যুক্ত সকল সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জানান।
দর্শকরা জানান, শেরপুরে এর আগে এত বড় ও সুশৃঙ্খল ফুটবল আয়োজন খুব কমই দেখা গেছে। খান বাহাদুর ফজলুল হকের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এমন আয়োজনকে সবাই সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)