শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ দুইজন গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর জেলার ঝিনাইগাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চালসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৪টা ১০ মিনিটে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায়, তিনানী বাজার থেকে দোহালিয়াপাড়া যাওয়া পাকা রাস্তার পাশে জনৈক আমির হোসেনের ভাড়া নেওয়া হলুদ মরিচ ভাঙানোর মেশিনঘরে। এসময় ওই ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়।
প্রতিটি বস্তা পাটের তৈরি এবং তাতে “খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি” লেখা ছিল। মোট চালের ওজন প্রায় ১,২০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০০ টাকা।
অভিযানে মোঃ আবেদ আলী (৫২), পিতা-মৃত আহাম্মদ আলী, সাং-দোহালিয়া মধ্যপাড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর এবং মোঃ আমির হোসেন (৫২), পিতা-সেকান্দার আলী, একই এলাকার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর ঝিনাইগাতী থানায় মামলা নং-০৭, তারিখ ১৩/১১/২০২৫, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫(১)/২৫(ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানিয়েছে, সরকারি খাদ্য মজুত ও বিতরণে দুর্নীতি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)