জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা নলকূপটি মেরামত করেছে বকশীগঞ্জ পৌর ছাত্রদল। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর দুপুরে নলকূপটি চালু করা হয়।জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের নলকূপটি কয়েক মাস ধরে অকেজো থাকায় রোগী ও তাদের স্বজনদের পানির সংকটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর রোগী ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে বকশীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে নলকূপটি মেরামত করা হয়।নলকূপ চালু হওয়ার পর রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা পৌর ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন।বকশীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন বলেন, “রোগীদের কষ্ট আমাদের কষ্ট। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কাজটি করেছি।এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়ুম, যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন