শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে জেলা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাগর হাসান (২১), পিতা আব্বাস আলী, গ্রাম ভাতশালা মধ্যপাড়া, আতিক নগর, শেরপুর এবং মোঃ শাহরিয়ার ইসলাম সানি (২৩), পিতা আব্দুল মালেক, সাং রাজবল্লভপুর, শেরপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর রাত ১টা ২০ মিনিটে কানাশাখলা বাজার এলাকা থেকে সাগর হাসানকে এবং রাত ২টা ৩০ মিনিটে রাজবল্লভপুর এলাকা থেকে শাহরিয়ার ইসলাম সানিকে গ্রেফতার করা হয়।
তারা উভয়েই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এফআইআর নং-১৯, তারিখ ০৯ জানুয়ারি ২০২৫, জিআর-১৯ অনুসারে, মামলাটি দায়ের করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ধারা ৬(৪)(ক)/৮/৯/১০/১১/১২/১৩ অনুযায়ী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। এরপরও সংগঠনটির সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে।
তদন্তে জানা গেছে, গ্রেফতার দুই আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পক্ষে সক্রিয়ভাবে কাজ করছিল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করছিল।
বিশেষ অভিযানটি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের তত্ত্বাবধানে ও সদর থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম, এসআই মোঃ আবু সাঈদ (নিরস্ত্র) ও সঙ্গীয় ফোর্সের সদস্যূের সফল অংশগ্রহণে গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানোর আবেদন করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন