শেরপুর জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতানা আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা হালকা মটরযান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং—ঢাকা ৪৬৭২)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০১৫ গত ২৪ নভেম্বর দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত শেরপুর জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোঃ হামিদুর রহমান, অত্র সংগঠনের সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ সেলিম মোল্লা, শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান নয়ন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হানিফ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ শামীম হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইমন আলী পেরী। ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ শফিকুল ইসলাম বাবু। উদ্বোধনের পর সভাপতি শামীম হোসেন বিগত সময়ের বিবরণী ও হিসাব উপস্থাপন করেন। পরে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সদস্যদের নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরিশেষে উদ্বোধক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ শওকত হোসেন সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে শ্রমিকদের অংশগ্রহণ, সৌহার্দ্য ও সাংগঠনিক উন্নয়নের অঙ্গীকারে মুখর হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)