শেরপুর জেলা পুলিশের অক্টোবর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বপ্রথম গত মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এরপর জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের অগ্রগতি, মুলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ৮ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এর মধ্যে—
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): শেরপুর সদর থানার পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম খান,
শ্রেষ্ঠ এসআই: নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন
শ্রেষ্ঠ এএসআই: শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: সার্জেন্ট লাইলী আক্তার
শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী অফিসার: এএসআই (নিরস্ত্র) মোঃ উমর ফারুক
এছাড়াও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদান রাখায় বিশেষ পুরস্কার পান শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম এবং এলআইসি শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আশিকুর রহমান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্তকারী পরিদর্শকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন