বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজনের কারাদণ্ড

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের জিও ব্যাগ স্থাপনের স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার রাতে (১২টা ৩০ মিনিটে) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৪০) নামের দুইজনকে হাতেনাতে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তাদের ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)