শাহীন ক্যাডেট স্কুল শেরপুর শাখায় বিতর্ক, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো শাহীন ক্যাডেট স্কুল, শেরপুর শাখার আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতা, ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর, অধ্যক্ষ, শাহীন স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর।
বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ আলাল উদ্দিন, প্রভাষক, বাংলা বিভাগ, শেরপুর সরকারি কলেজ।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নুরুজ্জামান আকন্দ (তপন), প্রধান শিক্ষক, আমতলা উচ্চ বিদ্যালয়, শেরপুর এবং মোঃ সানোয়ার হোসেন, শাখা পরিচালক, শাহীন ক্যাডেট স্কুল, শেরপুর শাখা।
অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন, শাখা পরিচালক, শাহীন ক্যাডেট স্কুল, শেরপুর। বিতর্কের বিষয় ছিল: “মোবাইল ফোন আশীর্বাদ না অভিশাপ”।
প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশ নেয় উম্মে শুকরিয়া মুন্নি, মাহমুদুল হাসান মাহিম ও রোকেয়া আফরোজ রিয়া মনি। যুক্তি খণ্ডনে অংশ নেন মাহমুদুল হাসান মাহিম।
বিপক্ষ দলে ছিলেন মাইশা জান্নাত তৃপ্তি, মিফতাহুল জান্নাত মায়াবী এবং যুক্তি খণ্ডনে ছিলেন সাজিদুর রহমান সৌরভ।
বিচারক মণ্ডলীর রায়ে বিজয়ী হয় পক্ষ দল, এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মিফতাহুল জান্নাত মায়াবী।
অনুষ্ঠানের আরও একটি আকর্ষণ ছিল “নন স্কুল গোয়িং চিলড্রেন কম্পিটিশন-২০২৫”, যেখানে অংশগ্রহণকারী ক্ষুদে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে
প্রথম স্থান অর্জন করে জান্নাতুল তাহিয়া,
দ্বিতীয় সিদরাতুল মুনতাহা,
তৃতীয় মাহদী হাসান মাহি,
চতুর্থ আদিবা জান্নাত রৌজা,
পঞ্চম তাসনিমা তানজুম,
ষষ্ঠ মৌনিসা মেহেজাবিন,
সপ্তম তাসফিক,
অষ্টম সাফরিনা জোহা,
নবম রাবেয়া বসরী ইশরা,
এবং দশম মিফতাহুল জান্নাত সাওদা।
অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়ার শিক্ষিকা নুরুন্নাহার মুন্নি।
শিক্ষা ও সংস্কৃতির এক মনোমুগ্ধকর মেলবন্ধনে ভরপুর এ আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)