শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বুধবার (০৫ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধারা আবেগঘন পরিবেশে নিজেদের ত্যাগ, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে দেশের প্রতি অবিচল ভালোবাসা ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের গৌরবগাথা।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানানো হয়— তাঁদের কল্যাণে প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক অনুপ্রেরণামূলক ও আবেগপূর্ণ পরিবেশ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাকিল আহমেদ, জামায়েত ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, এন সি পি শেরপুর জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান মামুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)