বিচার চাই, ন্যায় চাই— সালমান শাহ ভক্তদের শেরপুরে মানববন্ধন কর্মসূচি

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুর প্রেসক্লাব চত্বরে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খন্দকার মুন্তাহিদুল লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রকিব, হারুন অর রশিদ, হাসেম সরকার ও সুমন প্রমুখ।
বক্তারা বলেন, সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুর দীর্ঘদিন পরও সুষ্ঠু বিচার না হওয়ায় ভক্ত সমাজ ক্ষুব্ধ। তারা দাবি জানান— মামলার আসামিদের যেন কোনোভাবেই আগাম জামিন দেওয়া না হয় এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ রোধ করা হয়।
বক্তারা আরও বলেন, “সালমান শাহ হত্যার বিচার যেন দ্রুত সম্পন্ন হয় এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়”, এই দাবি জানিয়ে তাঁরা মহামান্য হাইকোর্ট, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)