শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে প্রতি বুধবারের মতো আজও (১২ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো গণশুনানি।
জনগণের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দিতে সরকারের জনভিত্তিক প্রশাসনিক উদ্যোগের ধারাবাহিকতায় এ গণশুনানিতে জেলার নানা শ্রেণি-পেশার মানুষ তাদের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা নিয়ে হাজির হন।
গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান উপস্থিত থেকে একে একে সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি অভিযোগকারীদের সমস্যার সমাধানে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
জেলা প্রশাসকের সহানুভূতিপূর্ণ মনোযোগ আর দ্রুত পদক্ষেপে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কেউ চোখের কোণে পানি মুছে বলেন, “আজ বুঝলাম সরকার সত্যিই আমাদের পাশে আছে।”
প্রতি বুধবারের এই গণশুনানি এখন শেরপুরের সাধারণ মানুষের আশা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এ উদ্যোগ, যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)