জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বদার মোড় বাজারে অবৈধভাবে সার সংরক্ষণের দায়ে আবু তাহের নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনাএবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, অভিযান চলাকালে সার বিক্রির লাইসেন্স, সংরক্ষণের নিয়মাবলি ও মূল্যতালিকা যাচাই করা হয়। কৃষকদের স্বার্থ সুরক্ষায় ও বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন