ইসলামপুরে লেয়ার শিল্পে চরম সংকট : লোকসানে খামার বন্ধ করে বিকল্প পেশায় খামারিরা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শফিকুর রহমান শিবলী \ 
জামালপুর জেলার ইসলামপুরে লেয়ার পোল্ট্রি খামারীগণ টানা লোকসানের কারণে একের পর এক খামার বন্ধ করে অন্য ব্যবসার দিকে ঝুঁকছেন। খাদ্যের দাম বৃদ্ধি, বেশি দামে ১ দিনের লেয়ার বাচ্চা ক্রয় এবং কম দামে ডিম বিক্রির ফলে খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে ৫০ কেজি লেয়ার খাদ্যের মূল্য ২ হাজার ৭০০ টাকা। অপরদিকে খামারিরা প্রতি পিস ডিম মাত্র ৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছেন, যেখানে প্রতি ডিমে তাদের লোকসান হচ্ছে ১ থেকে ১.৫ টাকা। ডিমের বাজার ধসে পড়ায় একসঙ্গে রিজেক্ট (বাতিল) মুরগি বিক্রি শুরু করেছেন খামারিরা। এতে রিজেক্ট মুরগির দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। হিসাব অনুযায়ী একটি ১ হাজার লেয়ার ফার্মের ডিম আসা পর্যন্ত বাচ্চা, খাদ্য ও আনুষঙ্গিক খরচে মোট ব্যায় হয় প্রায় ৮-৯ লাখ টাকা। উৎপাদন শেষে রিজেক্ট মুরগি বিক্রি করে এখন খামারীরা পাচ্ছেন চার লাখ টাকা- ফলে মূলধনের অর্ধেকই লোকসান হয়ে যাচ্ছে। 
ইসলামপুর উপজেলার কাছিমা গ্রামের সফল উদ্যোক্তা ও ৩ হাজার লেয়ার এর মালিক মমতা বেগম জানান, “এভাবে লস দিয়ে আর ব্যবসা চালানো সম্ভব নয়। আমি রিজেক্ট মুরগি বিক্রি করে অন্য ব্যবসায় যাওয়ার চিন্তা করছি।” 
বোয়ালমারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জুনাইন সাইয়ারা পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আজিজুর রহমান বিএসসি জানান “ব্যাংক লোন নিয়ে ফার্ম করেছি। কিন্তু বর্তমানে এমন লোকসান যে কিস্তি শোধ করাও কঠিন হয়ে পড়েছে” 
মুরগির ডিম ব্যবসায়ী সাক্কু জানান, “শীতকালীন সব্জি বাজারে বেশি আসায় রমজান পর্যন্ত ডিমের বাজার আরো কমে যেতে পারে।” 
কাজী ফার্মের ডিলার সোহেল জানান, এভাবে খামার একের পর এক বন্ধ হতে থাকলে আগামী বছরের জুন মাস থেকে ডিমের বাজার হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তখন দেশে ডিম সংকটও দেখা দিতে পারে। 
ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম জানান, ডিমের মূল্য হ্রাস ও খামারিদের চলমান সংকট সম্পর্কে অধিদপ্তর অবগত রয়েছে। সরকার খাদ্যের দাম কমাতে কাজ করছে, এতে খামারিদের লোকসান কিছুটা হলেও কমবে। স্থানীয় খামারিরা বলছেন দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ইসলামপুরে পোল্ট্রিশিল্প পুরোপুরি ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)