শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী, ৩০ শিক্ষার্থীর হাতে সনদ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর (বুধবার) বিকেলে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ এর আওতায় এক মাসের প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, জিন্নাত আলী, ফারহান ফুয়াদ তুহিন, কোচ শেখ হিমন ও ফুয়াদ, সাংবাদিক সুলতান আহমেদ ময়না প্রমুখ।
মাসব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছরের নিচের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামীতে বিভাগীয় চাহিদা অনুযায়ী এখান থেকে ৫–৮ জন উদীয়মান খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
শেরপুরের ক্রীড়া অঙ্গনে এই উদ্যোগটি তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)