শেরপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “বেঞ্চ বনাম বার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫”। ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. বুধবার সন্ধ্যা ৭টায় জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ এবং শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব এম কে মুরাদুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ছামিউল ইসলাম (আতাহার) এবং ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট এস.আর জয়।
টুর্নামেন্টে বেঞ্চ ও বারের মোট চারটি দল অংশ নেয়। বেঞ্চের গ্রুপ–এ দলে ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার রনি ও সহকারী জজ, ঝিনাইগাতী আমিনুল ইসলাম। গ্রুপ–বি দলে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর-ই-জাহিদ। অন্যদিকে বারের গ্রুপ–এ দলে ছিলেন সরকারি কৌঁসুলি (জিপি) এডভোকেট আলহাজ্ব খন্দকার মাহবুবুল আলম রকীব ও এডভোকেট দিশান এবং গ্রুপ–বি দলে ছিলেন এডভোকেট মোঃ সাইদুর রহমান দুলাল ও আব্দুর রব আল-আমিন খোকন। প্রথম খেলায় বারের গ্রুপ–এ দল বেঞ্চের গ্রুপ–বি দলকে হারিয়ে জয় লাভ করে। দ্বিতীয় খেলায় বারের গ্রুপ–বি দলকে পরাজিত করে জয় পায় বেঞ্চের গ্রুপ–এ দল। পরে ফাইনালে মুখোমুখি হয় বারের গ্রুপ–এ ও বেঞ্চের গ্রুপ–এ দল। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় শেষ পর্যন্ত বারের গ্রুপ–এ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো খেলাজুড়ে ছিল মনোমুগ্ধকর র্যালি, চমৎকার স্ম্যাশ আর দর্শকদের টানা করতালি; খেলোয়াড়দের দক্ষতা ও স্পোর্টসম্যানশিপে ব্যাডমিন্টন কোর্টজুড়ে সৃষ্টি হয় এক ভিন্নরকম উৎসবের আবহ।
টুর্নামেন্ট শুরুর আগে শেরপুরে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবিরকে কেন্দ্র করে কেক কাটা ও আতশবাজির আয়োজন করা হয়। এ সময় জেলা আদালতের পিপি এডভোকেট আব্দুল মান্নান, জেলা আদালতের বিভিন্ন স্তরের বিচারকবৃন্দ এবং শেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র-জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে “বেঞ্চ বনাম বার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫” শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বিচারক ও আইনজীবীদের আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন