শেরপুর জেলা পুলিশের উদ্যোগে “গণিত উৎসব ২০২৫” - শিক্ষার্থীদের মাঝে গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর এক ব্যতিক্রমী আয়োজন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর প্রতিনিধি: সুলতান আহমেদ ময়না ।।
শেরপুর জেলা পুলিশ একটি ব্যতিক্রমী উদ্যোগে শেরপুর জেলা-সহ পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজন করল "গণিত উৎসব ২০২৫"। এই বিশেষ আয়োজনটি শুক্রবার, ২১ নভেম্বর সকাল ১১টায় শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে অনুষ্ঠিত হয়।
"গণিতকে করবো জয়" - এই অনুপ্রেরণাদায়ক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত উৎসবে শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও লেখক শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম ও কার্যকরী সদস্য সুলতান আহমেদ ময়না।
এ বছরের "গণিত উৎসব" প্রতিযোগিতায় জেলার ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় শেরপুর জেলার বিভিন্ন স্কুলের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের গণিত মেধা প্রদর্শন করেন।
শেরপুর জেলা পুলিশের এই উদ্যোগটি শুধু গণিতের প্রতি আগ্রহ বাড়ানোই নয়, বরং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শেরপুর জেলা পুলিশের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে এবং গণিতকে আরও জনপ্রিয় করার ক্ষেত্রে সাহায্য করবে।
এটা একটি উদাহরণস্বরূপ প্রয়াস, যা সকলের মধ্যে শিক্ষার প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং উৎসাহ তৈরি করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)