তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
তারুণ্যের শক্তিকে দেশগঠনে সম্পৃক্ত করার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা ১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেরপুরের ডা. সেকান্দর আলী (ডিগ্রি) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা তথ্য অফিস, শেরপুর।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও জাতি গঠনে তাদের ভূমিকার উপর গুরুত্বারোপ করে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— শেরপুর প্রেস ক্লাবের সভাপতি  এন রেজা। আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার– হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান। উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন শেরপুর – এস. এম. মোহাইমোনুল ইসলাম। আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর – মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুল আলম, ডা. সেকান্দর আলী (ডিগ্রি) কলেজ, শেরপুর। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ ২৫০ জন অংশগ্রহণে অনুষ্ঠানটি তারুণ্যের ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে উৎসাহব্যঞ্জক এক মিলনমেলায় পরিণত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)