নান্দিনার বানারেরপাড় ৩ নবজাতকে বাঁচাতে বিত্তবানদের সহায়তার আবেদন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক।। জমজ তিন পুত্র সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন হত দরিদ্র এক মা। নব জাতক সন্তানের জন্য দুধ কিনে খাওয়াতে হিমশিম খাচ্ছেন তিনি। এ অবস্থায় সন্তানদের বাঁচাতে দেশের বিত্তবানদের নিকট আর্থিক সহায্যের আবেদন করেছেন তিনি।
জানা গেছে, জামালপুর সদর উপজেলার নান্দিনাস্থ ৯নং রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় গ্রামের হত দরিদ্র মিনটু মিয়ার স্ত্রী সানু বেগম চলতি সনের ৭ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারীতে ৩টি পত্র সন্তান জন্ম দেন। আদর করে সন্তানদের নাম রেখেছেন হাসাইন, হুসাইন ও নুর মোহম্মদ। মেহেরিমা নামে তাদের ঘরে প্রথম একটি কন্যা সন্তান রয়েছে। তার বয়স এখন ৭ বছর।
হত দরিদ্র মিনটু মিয়া অনেকটা মানষিক প্রতিবন্দ্বী। মিনটু ঢাকায় থাকে। এবং ঢাকায় সে রিকশা চালায়। গ্রামের বাড়ীতে মাত্র ৩ শতাংশ জমির উপর একটি টিনের জরাজীর্ণ বসতঘর রয়েছে। নবজাতক ৩ পুত্র, ১কন্যা, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে ৬ জনের অভাবী সংসার তাদের।
মিনটুর স্ত্রী সানু বেগম জানান, আমার স্বামী এখন ঠিকমতো সংসারের ভরণ পোষণ দেয় না। আমার তিনটি জমজ ছেলেদের নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি। ৩টি ছেলের জন্য প্রতিদিন একটি করে দুধের প্যাকেট লাগে। যার দাম ৩২০ টাকা। এ হিসেবে আমার প্রতি মাসে শুধু দুধের প্যাকেট ক্রয় বাবদ খরচ ৯ হাজার ৬শত টাকা। তাছাড়া সংসারের অন্যান্য খরচ তো আছেই। গত কয়েকিদন আগে আমার স্বামী ঢাকা থেকে আমাকে মোবাইলে ফোন করে বলে দিয়েছে সংসারে আর টাকা দিতে পারবো না। নব জাতক সন্তানরা কি খাবে, কিভাবে বড় হবে সেটা আমি জানিনা।
সানু বেগম আরো বলেন আমরা খুব গরিব মানুষ। ৩শতাংশ জমি ছাড়া আমাদের আর কোনো জমিজমা নেই। টাকা পয়সা নেই। সন্তানরা দুধ না পেলেই কান্নাকাটি শুরু করে। এখন আমি আমার সন্তানদের বাঁচাবো কিভাবে। কোনো কুলকিনারা পাইতেছি না। এ জন্য সন্তানদের বাঁচাতে আমি দেশের বিত্তবান (ধনী মানুষের) নিকট আর্থিক সাহায্য চাই।
স্থানীয় বাসিন্দা শাকিব হোসেন জানান, মিনটু মিয়ার ৩টি পুত্র সন্তানকে বাঁচানো খুব প্রয়োজন। পরিবারটি খুবই অসহায় ও হত দরিদ্র। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে নবজাতক শিশুর দুধ কেনার জন্য কিছু আর্থিক সহায়তা কালেকশন করে দিয়েছি। কিন্তু সেই টাকায় ওদের চলছে না। এ জন্য আমরা দেশের বিত্তবান মানুষকে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করছি।
আর্থিক সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ করুন। সানু বেগম, মোবাইল: (নগদ- ০১৩৪০-৩৩৭০৬৮)। (বিকাশ-০১৯৪১-১৯৮৪৮৯)। বানারেরপাড়, নান্দিনা, জামালপুর সদর, জামালপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)