শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার কামরুল ইসলাম

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি পৃথকভাবে দুই থানা পরিদর্শন করেন।
পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পৌঁছালে অফিসার ইনচার্জদের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে চৌকস পুলিশ সদস্যদের একটি দল তাকে “গার্ড অব অনার” প্রদান করে সম্মানিত করে।
থানা পরিদর্শনকালে পুলিশ সুপার মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রাগার এবং বিভিন্ন দাপ্তরিক রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি থানা কম্পাউন্ড ও সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এরপর উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। তিনি সকলকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফোর্স।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)