নালিতাবাড়ী থানা ও নাকুগাঁও চেকপোস্টের সার্বিক কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম নালিতাবাড়ী থানা, নালিতাবাড়ী সার্কেল অফিস ও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে তিনি এসব ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেন।
পুলিশ সুপার নালিতাবাড়ী থানায় পৌঁছালে থানার পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাঁকে “গার্ড অব অনার” প্রদান করে। এ সময় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি থানার মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রাগার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রমও পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর প্রদান করেন।
পরবর্তীতে তিনি নালিতাবাড়ী সার্কেল অফিস এবং নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে চেকপোস্টের নতুন নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। উভয় ইউনিটের অফিসার-ফোর্সের খোঁজখবর নিয়ে তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার জন্য পুনরায় নির্দেশনা প্রদান করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)