হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জুলাই ঐক্য পরিষদ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর দুইটার দিকে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবস্থান নেন এবং প্রতিবাদ সমাবেশ শুরু করেন।টানা দুই ঘণ্টা চলা অবরোধের ফলে চার রাস্তার মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।সমাবেশে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক প্রকৌশলী শাহরিয়ার আহম্মেদ সুমন, সদস্যসচিব আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ আলামিন, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু, জুলাই যোদ্ধা শহিদুল হক সানি, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি তামিম মোল্লা, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিশির আহমেদ নিশান, সরকারি কেইউ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল হক, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ, ছাত্রদল নেতা খন্দকার কাজল ও এনসিপির রিয়াদসহ অনেকে।প্রতিবাদ সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা বলেন, ‘আমাদের ভাই শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’ একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের পদধারী সংশ্লিষ্ট নেতাদের গ্রেপ্তারের আল্টিমেটামও দেন।পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, আইনগত প্রক্রিয়ায় হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে। ওসির আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)