শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের শিক্ষাবৃত্তি পরীক্ষা শেরপুর জেলায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় নার্সারি, কেজি এবং ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শেরপুর জেলার শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় অবস্থিত পুলিশ লাইনস একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনে। এ কেন্দ্রে মোট ৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক দায়িত্বে ছিলেন শেরপুর জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি ও বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব আবু ঈসা মোঃ শহিদুল ইসলাম। সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সারোয়ার জাহান ও ইসরাত সুলতানা। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন জুয়েল রানা ও আব্দুল ওয়াহেদ এবং সহকারী হল সুপার হিসেবে ছিলেন শিপন বণিক ও শেখ ফরিদ।
বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির হার নির্ধারণ করা হয়েছে—
ট্যালেন্টপুল বৃত্তি: এককালীন ১,০০০ টাকা
প্রথম গ্রেড: এককালীন ৭০০ টাকা
দ্বিতীয় গ্রেড: এককালীন ৫০০ টাকা
সাধারণ গ্রেড: এককালীন ৪০০ টাকা
এছাড়া, অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হবে বলে আয়োজকরা জানান।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন শেরপুর জেলার বিশিষ্ট সমাজসেবিকা ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব, শেরপুর জেলা ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
শিক্ষাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও শিক্ষা ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাবে বলে অভিভাবক ও শিক্ষকদের অভিমত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)