শেরপুর জেলা হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলা হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৫ গত ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শেরপুর শহরের মাধবপুরস্থ ইউনিয়নের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
মোট ৬০৭ ভোটারের মধ্যে ৫০৬ ভোটে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়, যা ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করে।

নির্বাচনী ফলাফল

সভাপতি
নির্বাচিত: মোঃ আসাদুজ্জামান মুক্তা (আনারস) — ৫৪৮ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোঃ সোলাইনমান (ছাতা) — ৪৮ ভোট

কার্যকরী সভাপতি
নির্বাচিত: মোঃ শফিকুল ইসলাম (আম) — ৫১৬ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোহাম্মদ আমিনুল ইসলাম হানিফ (চাকা) — ৪৩ ভোট

সহ-সভাপতি
নির্বাচিত: মোঃ রনি হোসেন (হাস) — ৩৭১ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোঃ রোকনুজ্জামান মোল্লা (ফুটবল) — ২০৫ ভোট

সাধারণ সম্পাদক
নির্বাচিত: মোহাম্মদ আল মামুন শিকদার (সাইকেল) — ৩৩৬ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোঃ রুবেল (গরু গাড়ি) — ২৪৮ ভোট

যুগ্ম সাধারণ সম্পাদক
নির্বাচিত: মোহাম্মদ শাহিন মিয়া (টেম্পু) — ৩৯২ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোঃ খোরশেদ আলম (চেয়ার) — ১৯১ ভোট

সহ-সাধারণ সম্পাদক
নির্বাচিত: মোঃ স্বপন মিয়া (টেলিফোন) — বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সাংগঠনিক সম্পাদক
নির্বাচিত: মোঃ আতিকুল ইসলাম (খেজুর গাছ) — ৩৯৬ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোঃ শাকিল (মাছ) — ১৭৪ ভোট

কোষাধক্ষ্য
নির্বাচিত: মোহাম্মদ এরশাদ আলম (হাতি) — বিনা প্রতিদ্বন্দ্বিতায়

দপ্তর সম্পাদক
নির্বাচিত: মোঃ সোহেল রানা (প্রাইভেট কার) — ৩৭০ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোঃ শফিকুল ইসলাম (উড়োজাহাজ) — ২০৬ ভোট

প্রচার সম্পাদক
নির্বাচিত: মোঃ লাদেন মিয়া (হরিণ) — বিনা প্রতিদ্বন্দ্বিতায়

কার্যকরী সদস্য
নির্বাচিত: মোহাম্মদ তৈয়ব আলী রাজু (মই) — বিনা প্রতিদ্বন্দ্বিতায়



নির্বাচনে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন—
শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর আসনের এমপি প্রার্থী জনাব শফিকুল ইসলাম মাসুদ


শহর বিএনপির আহ্বায়ক ও শেরপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট আব্দুল মান্নান, শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইরুল ইসলাম আতাহার,

শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর

শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা শওকত হোসেন,শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না,

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন

সহ-সভাপতি ফয়সাল খান তোতা

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও ঢাকা জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মোঃ জহিরুল হাসান মুকুল

বিশিষ্ট ব্যবসায়ী ডিয়ার

শেরপুর সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। এছাড়াও সংগঠনের উপদেষ্টা ও মন্ত্রী সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)