শেরপুর সদর থানাধীন গাজীর খামার এলাকার গ্রামীণ ব্যাংক শাখায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন লাগানোর চেষ্টা করেছে। শুক্রবার ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জন মুখোশধারী দুষ্কৃতকারী কাচের বোতলে পেট্রোল ভরে ব্যাংক ভবনে আগুন লাগানোর চেষ্টা চালায়। ঠিক সেই মুহূর্তে ভবনের ভেতরে থাকা ব্যাংক নিরাপত্তা প্রহরীরা ঘটনা টের পেয়ে বেরিয়ে আসলে, দুষ্কৃতকারীরা দ্রুত মোটরসাইকেলে করে নালিতাবাড়ী অভিমুখে পালিয়ে যায়।
ঘটনাস্থলে সময়মতো প্রহরীদের উপস্থিতির কারণে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
পুলিশের পদক্ষেপ
ঘটনার পরপরই শেরপুর সদর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন, যা বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন