শেরপুর সদর উপজেলা ও নালিতাবাড়ী উপজেলায় সদ্য যোগদানকারী দুই উপজেলা নির্বাহী অফিসার—মিজ্ মাহবুবা হক এবং মিজ্ রেজুয়ানা আফরিন—কে জেলা প্রশাসন, শেরপুর-এর পক্ষ থেকে আন্তরিক পরিবেশে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
আজ এক বিশেষ আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নবাগত দুই কর্মকর্তার হাতে ফুল তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় নবনিযুক্ত কর্মকর্তাদের দায়িত্বগ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তাঁদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও জনসেবামুখী প্রশাসনিক মনোভাবের প্রতি আস্থা প্রকাশ করেন।
তিনি আশা ব্যক্ত করেন, নতুন এ দুই উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার সেবামূলক কার্যক্রম আরও গতিশীল, মানুষের কাছে সহজলভ্য এবং ফলপ্রসূ হবে।
জেলা প্রশাসন, শেরপুর জানায়—সকলের সহযোগিতায় স্থানীয় সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতেই তাঁদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন